ওই গন্ধটা ভালো লাগে ব'লেই না
গৃহের সংলগ্ন উঠোনে শিউলি পুঁতেছি ।
এখন শরতের মুখ চেয়ে বসে থাকি
কখন যে তিনি ফোটাবেন সাদা ফুল
মুখে মেখে হলুদ সিঁদুর !
জানা টা উচিত ছিল ,
প্রাবৃটে কদম্ব পেতে পারি ,
শেফালি পাবোনা ।
উলটে , আজ ভোরে উঠে দেখি ,
এ কী !
প্রজাপতি ডিম পেড়ে গেছে রাশি রাশি !!
কাল তো নির্ঘাৎ পাবো
ভালুকের মতো রোঁওয়া-গায়ে শুঁয়োপোকা
হাজার হাজার !!
ভরে যাবে সমস্ত বাগান
পার্শ্ববর্তী কামিনী করবী
বেল যুঁই , এমনকি ভূঁই বা দোলন চাঁপা -
ভয়ে কাঁপা হয়ে গেছে শুরু
তারাও পেয়েছে টের আসছে সুনামি !
ভাবলাম , হয়েছে ঢের !!
এর চেয়ে বকুল ই ভালো !!
বাইরেতে শুঁয়োপোকা ; ঘরে চরে উই !
পুর্ব মেদনিপুর থেকে আমদানী
নির্ঝঞ্ঝাট
ঐ যে বিধবা রমনী
সারাক্ষণের যিনি গৃহিণীর ডোমেস্টিক হেল্প
--মুখে যাঁর রা টি নাই তিনি ও স্পষ্ট ই বলেন ,
'' চারোপাশে গাছপালা-- মশার বিস্তার--
পোকায় ভর্তি খাতা বই
লাল লাল পিঁপড়ে ও উই
মাটি তোলে ঘরের দেওয়ালে ! দূর ছাই !!
কত করি ? অত আর পারিব নি মুই !! "