হাসলে পরে আংটি দেবো,চোখ ঝিলিকে দুল ।
বললে কথা মিস্টি করে , উড়িয়ে খোলাচুল
আঁচল পেতে চাইলে এমন, না দিয়ে কেউ পারে ?
আই ফোন এইট কিনে দেবো ,এবার ক্রেডিট কার্ডে !
আইনক্সের ঠান্ডাঘরে পপকর্নের ঠোঙা !
স্পিলবার্গ ,বা কাওয়াবাতা । ভ্যান গঘ পল গঁগ্যা !
ফাইন আর্টের একাডেমি , বিড়লা মিউজিয়াম
নিদেন আছে ভিক্টোরিয়া--সস্তা চীনে বাদাম !!
নয়তো তোমায় ঘোড়ার গাড়ি চড়িয়ে খাবো হাওয়া ।
শুনতে যাবো নন্দনেতে রবীন্দ্র গান গাওয়া ।
সামনে সিটের কুর্তি-টি-শার্ট সেঁটে এ ওর গায়ে
নিভলে আলো পায়ের আঙুল ছোঁয়ায় এ ওর পায়ে ।
ওদের থেকে ধার চেয়ে নাও , একটুখানি হাসি ।
তোমার খোঁপার ফুলগুলো আজ , যাই বলো ভাই , বাসি !
বলবে তুমি , মুখ বেঁকিয়ে ,' চলো এবার উঠি ' ।
আবার তো সেই ,রাতের খাবার ! আনাজ কাটা কুটি '!!
ওরা তোমায় বলছিলো না , ' দেখেছো ' প্রাক্তন ' ?
ওরা আবার ' পোস্ত ' যাবে ! আমরা ' বিসর্জন ' ?
ফেরার সময় দেবদারুতে গান ধরেছে পাখি ।
স্বপ্নে ছিল অনেক কিছুই ; ওটাই ছিল বাকি !!
বাজী আমি ধরতে পারি , ' পিউ কাঁহা ' নয় ওটা
ঘোমটা মুখে বৌটা কালো বরটা বেঁটে মোটা ।
নিজের মনে ডাকছিল কেউ , বলছে বলুক লোক
শুনতে কেমন মিস্টি কানে -' ওদের খোকা হোক '!!


এসব কথা সত্যি তো নয় !! স্বপ্নে কিছুক্ষণ !
যায় না বুঝি অতীত -ফেরা ? হারাতে নেই মন ?