আহারের কালে,কশেরুকা যদি চুলকোয়
তোমার কেমন লাগে ?
এঁটো হাত ! ডাল-ঝোল মাখামাখি!
কিছুই করার নেই কন্ডূয়ণ সহ্য করা ছাড়া !


আজ যদি , পি এফের জমানো সঞ্চয়ে
বার্ষিক সুদের হার কমতে কমতে সাড়ে পাঁচে নামে
কি করার আছে বৎস্য , হাত কামড়ানো ছাড়া !


মতিচ্ছন্ন কেন যে সেদিন বোঝদার সহকর্মীর
বৌদ্ধিক পরামর্শ বাঁ হাতে সরিয়ে
মোটা টাকা হাতে পাবে ব’লে
দু-দুবার নাগাল পেয়েও বেছে নাওনিকো পেনশন !!
এখন তো হা-হুতাশ করা !
গতস্য শোচনা নিস্ফল !!


তোমার কি উত্তর আছে ,ঐ মহিলাটি যদি
এতদিন পরে আজ বলে
‘ কে সেদিন বলেছিল বসে যেতে বিয়ের পিঁড়িতে ,
ভার নিতে ভাত কাপড়ের ?
ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন !’


বুঝিলাম ! সংসার বিষম বস্তু !
সর্পের গলায় ছুচুন্দর ;
অসম্ভব গলাধঃকরণ !
কষ্টসাধ্য ততোধিক উহা উদ্গীরণ !!