জবা (সংযুক্তা)'র জন্মদিনে --
গত বছর এমন দিনে লিখেছিলাম--
লাল জবা দিয়ে তারিখ লেখেনি ক্যালেন্ডারের পাতা
ভরায় নি কেহ লেখনী আঁচড়ে কোনো কবিতার খাতা
তবু তো কারুর ডায়েরি-পাতায় কিছু নাম লেখা থাকে ,
জুনের পনেরো তারিখ কি শুধু বসু'রা ই মনে রাখে ?
অর্বাচীন এক পিতৃতূল্য যায়নিকো জেনো ভুলি'
ফেশবুকে ওই আইকনটার ক্যানভাস-রং-তুলি !!
আমরা বৃদ্ধ , এখন চলেছি অস্তাচলের পথে ;
আশাবরীর আশার প্রদীপ জ্বেলো তোমাদের হাতে ।।
হীরক দ্যূতির মোহ দূরে রাখো, স্নিগ্ধা তুমি যে মুক্তা
শুভ জন্মের উজ্জ্বল দিনে আলো ঢালো সংযুক্তা ।।
এবার লিখছি ।
পৃথিবীটা পাক খেয়ে নেয় তিন শত পঁয়ষট্টি !!
পুত্র ই বলি , কন্যা ই বলি --বৃদ্ধদিনের যষ্ঠি --
একটা বছর বাড়লো মেয়ের --ওটা তো স্রেফ সংখ্যা !!
' কবে আছি --আর কোনদিন নাই ' এইটে কেবল শঙ্কা !!
আমরা পিতারা কিংবা মাতারা কিংবা পিতৃতূল্য
আমরা ই বুঝি সন্তানে দিই কেমন রতন-মূল্য !
কন্যা তো নও -পুত্রসম ই --বৃদ্ধদিনের যষ্ঠি !!
যাচাই করে দেখতে পাথর খুঁজিনাকো কভু কষ্টি !
আজ জবা তোকে , দেবার মতো নেইকো হীরা বা মুক্তা !
তাই বুকে লেখা আশীর্বচন-- কুড়ো তুই সংযুক্তা !!
জন্মদিনের শুভেচ্ছা আজ জানানোটা কর্তব্য ।
সূর্যোদয়েই লিখছি তো তাই সে ই ভুলো পিতৃব্য !!


একঝুড়ি আশির্বাদ সহ
উপর তলার কাকু -কাকিমা
১৫ ই জুন ২০১৭
আশাবরী