কেউ চায় বঙ্গ , কেউ চায় গোর্খা
কেউ চলে খোলামেলা , কেউ পরে বোরখা ।
এই ছিল রোদ্দুর এই দেখি বর্ষা !
কখনো বা কালো মেঘ কখনো বা ফর্সা !
এই ছিল পোস্টার পাহাড়ের দেওয়ালে
ধুয়ে মুছে সাফ দেখি প্রাকৃতিক খেয়ালে !

এ দিকে বসির হাট আবার কি ধুলাগড়?
সত্যি কি শৃঙ্খলা রাজ্যেতে নড়বড় ?
ইদানীং GUV শুনি কে এম ত্রিপাঠী -
অনেকে তো বলে তিনি ক্যাডার সে কি পার্টির !
তিনি নাকি কথা ক’ন , যেন ব্লক প্রেসিডেন্ট
এই হেন ঝগড়ার নেই কোনো প্রিসিডেন্ট !!
অপোজিট পার্টিগুলো খুঁজে ফেরে ছিদ্র
এদিকে শাসক পার্টি জাগিছে বিনিদ্র !
শত দল দর্শায় দলবাজি ক্ষমতা !
কোনদিকে সামলাবে বলুন তো মমতা ?