রিটায়ার হয়ে বেশ টের পাই
অফিসটা বড় মিস করি !
এখন কেবল অকাজ ই খুঁজি
কত আর ব'সে বই পড়ি !!
এখন তো বাঁধা মাইনা পাইনা,
তাই রোজ আর বাজারে যাই না !
কবে তো ছেড়েছি তপসে ইলিশ
চুনো পুঁটি দিয়ে কাজ সারি !


অফিসটা বড় মিস করি !
হাতে কাজ নাই
বসে ব'সে তাই
টিভি দেখে আর হাই তুলে
খাই দাই আর সময় কাটাই
কাজের কাজটি যাই ভুলে !!


ব'সে ব'সে শুধু বারো বেজে যায়
সময়ে কখনো নাই না !
অঢেল সময় হাতে এসে গেছে ,
সময় তাই তো পাই না !!
তিনি তাড়া দ্যান , ' ছাড়ো বাড়াবাড়ি !
ভাত বেড়ে নিজে খাও গে !
হাঁড়ি আগলিয়ে ব'সে রবো নাকি ,
যে পারে সেথায় যাও গে !! '


বালিশ আঁকড়ে আধ-শোওয়া - আমি
চান-ঘরে তবু যাই না ।
অঢেল সময় হাতে এসে গেছে ,
সময় তাই তো পাই না !!
অফিসটা বড় মিস করি !
চাকরী তো নাই !
সকাল বিকাল এখন আমি ই চা করি !


কী ক'রে বলুন , যাই ভুলে
পায়ের উপর পা তুলে
রোববারে ছিল দশ বারো কাপ
গুলতানি ছিল তার মূলে !!
গিন্নি রাঁধত ডাঁটা চচ্চড়ি
সুক্তোতে দিত রাঙা আলু , বড়ি
মুক্তোর মত হাস্যটি তার
সেই কবে থেকে পাইনা !!
বাবু হয়ে বসে কাংসপাত্রে
কত দিন হোলো খাই না !!


রিটায়ার হয়ে বেশ টের পাই
অফি্স টা বড় মিস করি !
রিটায়ার হয়ে অঢেল সময়
বসে সারাদিন কী করি !!
অঢেল সময় হাতে এসে গেছে ,
তবুও সময় পাইনা ।।
এত অবসর দরকার নাই !
এত অবসর চাই না !!!