পুতুলটা কোত্থেকে কেনা ?
লাগছে তো যেন চেনা চেনা !!
গুরগাঁ'র বুবিদের অরেলিয়া না ?
ধক ধক করনে লাগা
তালে ঠিক মাতালের পা !
জিয়ারা ডরনে লাগা !
দ্যাখো , দ্যাখো সাবধান -
পড়ে তো যাবেনা ?
কত্থক কোত্থেকে শেখা ?
আমাদের লক্ষণরেখা
কাঁচের ভিতরে রাখা কিনা !
দূর থেকে দেখা তাই ভালো
ছোঁওয়া তাকে যাবেনা ! যাবে না !
পুতুলটা ছত্তরপুরে
দিল্লি এখন বহুদূর
কেস্টোনগর হলে হোতো
আশাগুলো আয়নার মতো
ঠোক্কর লাগলেই ভেঙে চূর চূর !!
সা-রে-গা-মা- পা-ধা-নি-সা !!
তাই -- তাই তাই!!
মামার বাড়িতে তাই যাই
তাইরে নাইরে নারে না !!
এইতো সেদিন দিল বুবিদের অরেলিয়া
এক সাল পার করে দশ মাসে পা !