যে কোনো ধরণের
সম্ভোগে
বা উপভোগে
সেটা সাবয়ব হোক
বা বিমূর্ত হোক
এমনকি কানুসনে রাধাবৎ
বিকষিত হেম , কামগন্ধহীন
বা গভীর প্রণয়ে ও
কিছুটা বিমৃশ্য অবেক্ষার প্রয়োজন !
নইলে , এসে যাবে--বিপ্রলম্ভ --
অবাঞ্ছিত সেই পর্যায় --
অবধারিত ভাবেই !!!
অরণ্যের গভীরতা থেকে যে ব্রততী তুলে এনে
রোপন করেছো
উদ্যানের মৃত্তিকায়
আর্দ্র তো রাখতে হবে
দিতে হবে জলের সিঞ্চন ,
জৈবসার
পরিচর্যা ,
কিছুটা সময় ।
সৌন্দর্য চেটে খাবে চোখে
মনের নিবেশ দেবে না ?