এক ব্যাং, এক বেঙী ,আরেক ব্যাঙাচি আছিল ।
একটি কুঁয়ায় তারা মহা সুখে ছিল ।
একদিন ছানা ব্যাং কুঁয়ার বাহিরে
পুষ্ট বরাহ এক পেল দেখিবারে ।
রূপ হেরি ব্যাঙাচির বড় সাধ হোলো ।
একদিন জাহাজেতে চড়িয়া বসিল ।
ব্যাঙাচি বিদেশ গেল,ব্যাংটি কুঁয়ায় ,
বেঙী তাকে মশা ধরে খাওয়ায় দাওয়ায় ।
- ' ধনলোভে ,ব্যাঙাচি রে ! কেন হেন হলি ?'
তোর ও বাবার ছিল একটা আধুলি !'
এ্যাব্রডে ফ্রড করে ছেলে গেল জেলে ।
শুনে টুনে ছি ছি করে গাঁয়ের সকলে ।
বসিল বিচার সভা । এল দলে দলে
কুণো সোনা সকলেই , বাদ্য করি' গালে ।
বিচারে সাব্যস্ত দোষী, যে এমন ছেলে
জন্ম দেয় , থাকে গাঁয়ে কোন সে আক্কেলে !!
ছিৎকারে ভরে গেল পুরা ব্যাং পাড়া
লজ্জায় নীচুমুখ একজন ছাড়া ।
সোনা দা'র ছেলে হয়ে করিল সে চুরি !!
দেখিলনা কত বড় বংশ দাদুরী !!
দুনিয়াটা দেখেনি তো ব্যাঙেরা কুঁয়ার !
পুত্র গুণধর হ'লে , পিতারা শুয়ার !!