বোসদা নাকি এলেবেলে
বৌদি নাকি পিটপিটে
রান্নাঘরের তেলে ধোঁয়ায়
কৌটো বোতল চিটচিটে !
বোসদা নাকি গায় মাখে না
বৌদি যতই রাগ করুন ,
পয়সা কি আর মাগনা আসে ?
খরচা আছে ! –"এই ধরুন ,
প্রথমতঃ মাই ক্রো ওভেন
তার পরে চাই কু চিনা ! "
বৌদি যতই কাঁদুন কাটুন !
বোসদা বলেন , “ ভুলছি না ” ।
মেয়ে এসে মায়ের হ'য়ে
ওকালতি করলো যেই !
মানতে হোলো বোসবুড়োকে
আনতে হোলো চিমনি সে ই !!
বুড়ো বুড়ি এখন খুশি
ঠাণ্ডা ফ্রিজের আণ্ডা খান !
মাইক্রোতে ব্যাস গরম ক’রেই
চট জলদির রান্না পান ।
বৌদি যেদিন পার্সে রাঁধেন
কিংবা রহুর কা লিয়া ,
রগরগে তেল ঘি-এর ঝাঁঝে
ক্ষোভ নাই আর তাই নিয়া ।
নাক জ্বলেনা । বৌদি বলেন ,
“ তুমকো লিয়ে কর দিয়া !”
খেয়ে দেয়ে বৃদ্ধ বলেন –
“ মোকাম্বো আজ খুশ হুয়া !!”