ট্যাঁকে অতো পয়সা তো নাই
তাই তো আমি চোলাই খাই
পরিজনের চিন্তা কিসের
মরলে আছে বীমা ।
পাড়ার যত বদের হাড়ি
ভাঙল সাধের মদের হাঁড়ি
মাপবে এখন কোন সে সুজন
দুখের পরিসীমা !
ঐ সে সেবার একশো সাতাশ
স্বর্গে এখন করতিছে বাস –
দুঃখে তাদের বুক ফাটালো
রুদালী রাজনীতি !
চোখের জলে বান ভাসালো
অনুদানে মান বাঁচালো !
আহা ! মিলতো যদি রেশন কার্ডে
বোতল বিলাইতি !
পুলিশ জানে , দাদা ও জানে
কোথায় চোলাই ভাটি
কোন তলে যে মাল লুকোনো
কোন সে বোতল খাঁটি !
চোলাই মালিক – আমার মালিক !
বেশ তো ছিলাম সুখে !
নাই বা পারি ভাত জোটাতে
মা-বৌ- ছেলের মুখে !
থও না বাপু চেঁচামেঁচি !!
বলছি পায়ে ধরে !
না বাঁচাবে যদি আমায়
মরতে তো দাও মোরে !!