আবছা ভোরে ঘুমের ঘোরে এক কুমারী দেখতে পেলাম ।
আজকে যেন তোমার গায়ে সেই সে মেয়ের গন্ধ পেলাম ।
তোমার যেন বয়স ছিলো আবার ফিরে বছর কুড়ি ,
আন্দামানে কুড়োচ্ছিলে মৃত প্রবাল ঝিনুক নুড়ি ।


রান্নাতে আজ তোমার হাতে সেই মেয়েটার গন্ধ পেলাম !
আজকে যেন বছর বাদে সর্ষে দিয়ে পার্সে খেলাম ।
পাট ভাঙা সেই তাঁত শাড়িতে হলুদ বাটার দাগটা ছিল ,
টের পেয়েছি মৃণাল ভুজে তেলের ছিটের ফোস্কা ছিল ।


আজকে যেন চক্ষু বুজে ভাতের মাড়ের গন্ধ পেলাম ।
আবছা ভোরে ঘুমের ঘোরে সেই নবীনার পরশ পেলাম !
ধনেখালি লাল শাড়িতে বেলি ফুলের গন্ধ ছিল ।
নাকের উপর মাথার সিঁদুর ঝরে পড়ার নিশান ছিল ।
আজকে যেন পলাশ শাখার পাত আড়ালে পিকের ধ্বনি
তোমার হাতে আজকে যেন কাঁচ কাঁকনের সেতার শুনি ।


এমন কেন হয়না আহা ! স্বপন কেন স্মরণ জাগায় !
হয় না কেন ব্যতিক্রমী , চাঁদ আঁধারে রাত রেখে যায় !!