বস্তুটি রাখা ছিল ফেশবুকপকেটে ,
আন্তর্জাল বাসে ভিড় ছিলো খুব ।
কৌশলে ঝেড়ে দিলো চোখে দিয়া ধুলা
নেমে গেলো তস্কর মেরে দিলো ডুব ।
দেখিবারে বাছাধন অতীব সুধীর !
জানা গেল , তিনি নাকি ইঞ্জিনীয়ার
প্রায়শঃই পরধন করেন আপন
নিয়ত কমেন্ট কিংবা লাইক , শেয়ার !!
ধীর পায়ে গা-টি ঘেঁষে পাশেতে দাঁড়ান ।
টুক ক’রে তুলে নিয়ে পকেটে চালান
প্রথমেই রিকোয়েস্ট হ’তে চান ফ্রেন্ড !
সুঁচ হয়ে ঢুকে যান , করে দ্যান এন্ড !
সাধাসিধে ঋষিবাবু লিখেন কবিতা ।
ফেশবুকে জমা তাঁর শত শতাধিক
মেঘ শুনি চুরি করে আকাশে সবিতা !
ফেবুতে কবিতা চুরি !! ধিক ! শত ধিক !!


***
( শুনলাম ,ইদানীং, এই ফেব্রুয়ারির ৯ তারিখে আমাদের এক কবিবন্ধু ,সপ্তর্ষি দে'র 'সভ্যতা' নামের কবিতাটি ফেশবুক থেকে চুরি হয়ে গিয়েছিল )