মিনসেকে মুই ‘তুই’ কইতাম
তখন তো দোষ ধরতি ।
অশিক্ষিত এক্কেবারে
তোরা তখন কইতি!
কইতি তখন ভুত কোথাকার
এক্কিবারি গাঁইয়া !
সোয়ামি কে ‘ তুই তোকারি ‘
কেমনধারা মাইয়া !!
বাবুদের আজ বেটি গুলান
পেরেম করে মলে-
মোদের তো লাজ শরম জাগে
কেমনি যেন শুনতি লাগে
বেটা ছেলে জাপটে ধইর‍্যে
নিলাজ কি সব বলে !!
এক কাপড়ে শরীল ঢাকি
সেমিজ সায়া নাই !
গামছা ভিজা জড়াই গায়ে
পুকুর ঘাটে নাই ।
মাইয়া মোদের,উঠতি বয়স
বুক বাঁধেনা সুতোয় ;
আক্ষা খুলা বাবুর বেটি
রূপ দেখানোর ছুতোয় !!
মোরা যখন তুই ডাকতাম
কইতো ওরা গাঁইয়া
বরকে করে ‘ তুই- তোকারি ‘
নেখা-পড়া মাইয়া !!