পায়রারা সাধারণ পাখি –শিষ্ট আচরণ!
কার্ণিশে ভিখিরির মতো এসে বসে ,
বলেনা কখনো , ‘ মা গো খেতে দাও ‘ ।
দেখে মনে দয়া জাগে ; কাঠখোট্টা কঠিন হৃদয়ে ।
বাজারের থলি হাতে বিশ টাকা কিলো দরে
চাল  কিনে আনে
  হাড়- কিপটে বুড়োটাও
কেবলি ওদের প্রয়োজনে ।


বুড়োটা অদ্ভুত বটে ,
তার ভালো লাগে
যখন প্রত্যন্তের প্রতিবেশ থেকে
দল বেঁধে ওরা উড়ে আসে
গায়ে দিয়ে রোদের চাদর
কালো সাদা ডানাগুলি মেলে ।


আহা ! আহা বুভুক্ষু কবুতর !


পক্ষীভোজনে পুন্যি আছে নাকি ?
যেমনটি দরিদ্রভোজনে ।
পুণ্যিতে বুড়োর লোভ নেই,
সে ভাবে, মনে খুঁজে পাওয়া যাবে
স্বার্থপর মনের খোরাক ।


কিন্তু বাপু , পায়রারা ভারি অশালীন !
কারো বা নৈবেদ্যে মন  কারো বা পুজোয় !
ঐসব পরিন্দারা আমাদের শিশুদের কাছে
শর্মিন্দা করে মাঝে সাঝে ।
যদিচ , ইহা প্রাকৃতিক –খুব স্বাভাবিক , তবু ও !!


আচরণ দেখে অকারণ বড়ো লজ্জা পাই-
কোনো কোনো কবুতরে যখন দেখতে পাই
ভোজনের চেয়ে রমনে ই তাহাদের মন !


প্রকৃতিতে এটাই নিয়ম ,
এক ডোরে বাঁধা দুই- জীবন ও যৌবন
অবস্থান কাছাকাছি উপস্থ উদর !!