মেনিদের লজ্জা শরম আছে ,
মানুষের চোখের আড়ালে যায়,
হুলোদের সে বালাই নেই !
যেখানে সেখানে , বিচ্ছিরি
বেহায়া প্রস্রাব !
এমনিতে মার্জার মার্জিত জাতের ।
শৌচ ক’রে মাটি চাপা দেয় !
অভ্যেশবশতঃ যৌনতার অস্তিত্ব লুকোয় ।
শহরে মাটির অভাব বুঝে
কংক্রীটে আঁচড় কাটে আলতো নখরে ।
দেখে শুনে হুলো প্যাঁক দ্যায়-
‘ বেশি বেশি নখরা কোরোনা !’
তবু ও তো মেনিগণ মা-মাসির স্বভাবটা মানে !
হুলো বলে , জানি জানি
কত কী তো শুনি ,
লজ্জা নারীর ভূষণ !!
কিন্তু খোলামাঠে হায়া তব কোথায় লুকোবে দিদিমনি?
তা ছাড়া , যদিবা লুকোও
ভেবেছ কি আর কেউ টের ও পাবে না ?
পুরীষ গন্ধ শুঁকে একদিন পেয়ে যাবে ঠিক
তোর ঐ ঋতুমতী দেহের নাগাল !