হাতে কাজ অনেকএখন ।
কোন টা যে বাকি র'য়ে গেলো
ডায়েরীতে লিখে রাখা ভালো ।
জনে জনে মনে ক'রে শুভেচ্ছা জানাতে হবে ।
ভুলে গেলে গোঁসা হবে ।
বিজয়া ও আছে , মহরম ও আছে !!
দুটো ই তো শোক উৎসব--
তবুও শুভেচ্ছা জানাতে হয় !!
এটাই দস্তুর !!
অতএব আসুন ! উদযাপন করি !!
হাতে কাজ অনেকএখন ।
ফোন ক'রে জেনে নিতে হবে ,
মেডিক্লেমে কত প্রিমিয়াম।
সুইচটা শোয়ার ঘরের
রয়েছে অচল প্রায়--
মাঝে মাঝে জ্বলে ওঠে ,
আপনা আপনি ফের নিভে যায় --
লাল্টুর খোঁজ নিতে হবে--
ও এখন ব্যস্ত ভারি পুজোর প্যান্ডেলে ।
আচ্ছা ! এইযে ,
আলো নিভে যাওয়া মাঝে মাঝে
এইটে কি কিছুর প্রতীক ?
ইস্ত্রি খারাপ--প্যান্ট শার্ট কোঁচকানো
অমসৃন --জীবনের মতো ।
এতে ও কি লুকোনো ইঙ্গিত ?
হাতে অনেক কাজ । চিন্তা ও অনেক ।
বন্ধুর নাতনির মুখে ভাত । টালিগঞ্জ ক্লাবে ।
বড়লোক পাড়া-- গাড়ি ক'রে যেতে হবে
তাই , খোঁজ নিতে হবে এস এস ট্রাভেলে
ডেলি রেট কত ?
ও দিকে আবার , প্রতিবেশী মারা গেছে
তার ও শ্রাদ্ধবাসর আছে গৌড়ীয় মঠে ।
মৃত্যুর কথাটাতে মনে পড়ে গেল ,
এক ফাঁকে একবার
নিমতলা ,গড়িয়া বা কেওড়াতলায়
আগে থেকে ঘুরে আসা ভালো
কোনটা সুবিধে হবে শবযাত্রায় ;
' স্বর্গরথে ' কত ভাড়া --রেট কত
কিংবা প্রয়োজনে লোকজন পাওয়া যাবে কিনা ।