----" ভাবছো বুঝি , বলবে যেমন , করবো তেমন নৃত্য !!
আমায় তুমি ভেবেছ কি ? তোমার পিতার ভৃত্য ?
আজকে তোমার ছেলের বিয়ে , কালকে নাতির ভাত !
সন্ধে থেকেই মদ্যপানের কাবার মধ্য রাত !!
ভাবছো , আমি যষ্ঠি হাতে ষষ্ঠীচরণ সেজে
বাইরে গেটে পাহারা দেবো ? কল্কে দেবো সেজে ?
আমি দেবো টিকেয় আগুন --- আর তুমি সুখ টান ?
পারবো না স্যার , খাটতে বেগার ! এই মলছি কান !!
আজকে তোমার সন্তোষীমা ,কালকে বাড়ির পুজা !
সরকারের ই চাকর আমি--বলে দিলাম সোজা !!
ঘরদোরে ঝাঁট লাগিয়ে দেবো , অতিথ আপ্যায়ন !
গেঞ্জি পরে পোষাক খুলে পেসাদ বিতরণ !!
ঢুকবে তুমি মন্দিরেতে পায়ের জুতো খুলে ,
বাঁধবো ফিতে বেরিয়ে এলে--- সে কথা যাও ভুলে !! "
* * * * * * * * * * * * * * * * * *
------" ঠিক আছে ভাই !! রাগ কোরনা !! আমায় করো মাফ !!
কাল থেকে যাও গোবিন্দ পুর---অফিস অর্ডার --সাফ্ !!
দেখছি আমি , ক্যাম্ নে তুমি হচ্ছ পগার পার !!
তোমার কম্মো ডিউটি করা !! ধারছে কে কার ধার ?
দেখবো এখন বাঁচায় তোমায় ক্যামনে তোমার বাপে !!
তলোয়ারটার ধার চাখোনি মরচে ধরা খাপে !!! "