কাল ছিল হিপি চুল
আজ ন্যাড়া বিলকুল !
বোধগম হচ্ছে না
এ সোনু নিগম কি না !!
ইহা কি মনের ভুল ?
সোনু কয় কোথা রয়
নিগমে বা কোরানে !
কোথা লিখা আছে বল
হাদিসে বা পুরাণে ?
চিল্লিয়ে না ডাকিলে
ঈশ্বর আল্লা ,
গেরুয়া টা না পিঁদিলে ,
কালা আলখাল্লা !
মাইকে আজান আর
কীর্তন সারারাত
না করিলে রুঠা হয়
ভগবান !! ক্যা বাত !!
চুল নিয়ে চুলোচুলি
ফুটছে হাজার বুলি !!
মৌলবী বড় লোভী
বিচারেতে চুল চাই !!
সোনু বলে , কাজী ভাই ,
দশ লাখ কেন চাই ?
মস্তক মুন্ডন
এ্যায়সে ভি মুঝে চাই !!
সাধ ছিল বহুদিন
ন্যাড়া হবো একদিন
সুযোগটা এল আজ !
সেরে ফেললাম কাজ
নমো তাই করে দিই
গোবিন্দে উড়ো খই !!