- কে যায় ওহে হেলে দুলে ?
চললে কোথায় ভাই ?
- চেনেন নাকো ? আমি হলাম,-
নবীন সেনের জামাই !
- কি কাম কর ? নিবাস কোথায় ?
কখনো দেখি নাই !
- এখন থাকি গুরগাঁওতে-
একটা করপোরেটে কামাই ।
- আয় কি রকম ?
- মোটামুটি ভালই ।
- কি কর মাস মাইনা পেলে ?
- পোষ্টাপিসে জমাই !
- আর ?বোনাস টোনাস পেলে ?
- পি এফ- এম এফ –এল আই সি তে
বাঁচলে পরে ঢেলে
থাকলে তাও হাতে শেয়ারে খাটাই !
- ভালো ! তা , চললে কোথায় সেজেগুজে?
দেখছি,হাতে তেমন কিছুই নাই !
- জানেন না , আজ জামাই পুজো?
- আজ আমরা কিছু পাই !
- আর ?
- শাশুড়ি রাঁধেন ভালোমন্দ !
আমরা কেবল খাই !
- শ্বশুর বাড়ি যাচ্ছি তো তাই --
দেখি যদি , জাঙিয়া–গেঞ্জি
একটা কিছু ,
নতুন টতুন প্যান্ট বা জামা পাই !
- শালা শালি শ্বশুর আছে !
শাশুড়ি র ও পাওনা আছে !!
- আমি বাবা কাটিয়ে চলি ,
ফালতু যত খরচা খালি !
ওসবেতে নাই !
তাছাড়া ভাই , বেঁচে গেছি ,
শ্যালকও নাই , শ্যালিকা নাই ,
শ্বশুর বেঁচে নাই !
শাশুড়িও কিপটে ভারি !
বলছে শুনি , ভাই
এবার ফাঁকি ! তাদের নাকি জামাই-ষষ্ঠী নাই !!