আজকাল কেন তুমি এত রেগে যাও ?
প্রতিটি কর্মে ই দেখি ক্ষত খুঁজে পাও ।
আমার গায়ে কি গন্ধ অজ-পুঙ্গবের ?
চর্মে কি অস্পৃশ্য ঘামাচি ?
অথচ , যা ছিলাম আমি
এখনো তো তেমনটি আছি !!
মানি , গরম টা এ বছরে বেশি
কিন্তু , ঘরেতে দুটো এ সি !
পাখা ঘোরে মাথার উপর ।
তবু কেন , রাগ অতঃপর ?
আজ থেকে বিশ সাল আগে
তখন ও এমনই নিদাঘে
দাবদাহ ছিল প্রচণ্ড আতপে ।
তখন তো এমনটি যেতে নাকো খেপে ।
আজ ,
মেঘেদের দেশ থেকে মৌসুমি আসছে বলে
কী বিপুল আয়োজন বিমান বন্দরে !
আগে হলে , দেখে তুমি খুশি হতে ,
বালিকার মত । হায় !
মল্লার শোনা যেতো তোমার গলায় ।
তখন ভুরুটি ছিল ছিলাটানা ধনুকের মত ।
ভ্রূকুটি ছিলো না ।
এখন তো পিনাকেতে কেবল টঙ্কার
ধু্নুরীর মত তুলোধুনো ! বে-রহম মার !!
আজ , সেই তুমি ওগো মোনালিসা !
ব্যঙ্গের হাসি নিয়ে মুখে তো বলবে জানি ,
'এটা দেবো সেটা দেবো !' বলেছি তা মানি
হীরের আংটি সাতনরী ।
আমার মুরোদ জেনে গেছ !!--ভাঁওতা সব ই
বোঝা গেছে !সে মরদ আমি নাকি নই !!
মেঘেদের ও দেখি !
আয়োজনে সবটাই মেকি !!
মেঘ আর মেয়ে --যত না গর্জায়
সেই মত তত কি বর্ষায় ?