পানীয় যাহাই হউক পাত্র বাহারী !!
ম্যাচ করা ডেকোরেট পিস রকমারি ,
মার্বেল ফ্লোর আর নীলচে দেওয়াল ,
পর্দার রং নীল , রাখেন খেয়াল
গৃহস্বামিনী , যিনি শৌখিন ভারি !!
বসার ঘরের কোণে দামী আলমারি
পুরাতন মলাটের পুস্তকে ঠাসা ।
মাকড়সা সেখানেতে বাঁধিয়াছে বাসা।
বলিলেন , চলিবেনা ! বই চাই ভালো ।
লাল বা গেরুয়া চাই , চলিবে ইয়ালো।
পরিপাটি হওয়া চাই , ছাপাই বাঁধাই ,
পাবলিকেশন যদি ফরেনের পাই
গোটা কত কেনা যেত কবিতার বই ,
গেটআপ না ভালো হ’লে,আমি ক্রেতা নই!
যো হুকুম ! চলিলাম ধর্মতলায় –
ময়দানে বসা সেই বই-এর মেলায় ।
সেথা গিয়া বুঝিলাম ,পাঠকে কী খায় !
বাজারে কাটে না তত , কাটে তা পোকায় !!
আজকাল অপ্রতুল লাল মলাটের !
কী আর করিতে পারি ? দোষ ললাটের !!
অতএব খাইলাম ঝামটা মুখের !
গৃহিণীসন্মুখে ছাগ অরণ্যে শের !!!