আকাশ থেকে মিস্টি পাড়ে
ছিঁচকাঁদুনি বৃষ্টি ।
রাস্তা কাদা - আছাড় খাওয়া
গ্রাম্য সে এক কৃষ্টি !
নোতুন জলে কাতলা লাফায়
শামুকে ডিম পাড়ে ;
গো-সাপ চরে ধানের ক্ষেতে ,
মাচায় তরুই বাড়ে ।
কাঁকড়া ধরে বাঁশের ঝাড়ে
শেয়াল ভিজে ভিজে ;
খেঁক শিয়ালী হেঁয়ালিটা
বানিয়ে ফেলে নিজে --
' চার পা তার ছবর ছবর
দশ পা তার দাঁতে
বলে গেলেন মহা কবি
আঁচাইতে আঁচাইতে।'
সব শেয়ালের একই তো রা
সবার ই এক গোত্র ।
সার দিয়ে সব সারমেয়
রাত্তিরে গায় স্তোত্র !!
ঝাড়ে বাড়ে বংশ এবং
বিলে চরে হংস
মাতুলানী র পত্র পেলেন
দুরের মামা কংস।
কার্ণিশেতে বেড়াল কাঁদে
ঝিল্লি কাঁদে বনে ।
যেতে হবে দিল্লী আবার
সুখ নাই তাই মনে ।