কবি বিধান বর্ণিল কে--


তিল ফুলে ভরা মাঠ , নীলিমায় চিল
সবুজ উল্লাসে পাই প্রবীণের মিল !
শুরু হয়েছিল কবে আকাশেতে ওড়া
কলমের ফালে শুরু হৃদয়টা খোঁড়া !
এমনি ভেজানো থাক , দরজায় না থাকুক খিল ।
দিলখোলা বিধানের কোলে ব'সে হাসে বর্ণিল !
হাসুন হাসান , আর ,ভাবুন ভাবান
প্রতিভাকে ভেবে নিন সে তাঁহারি দান ।
বড় আমি বয়সেতে , জানাই আশিস
না করি কখনো যেন ভোজনেতে মিস !!!