তোমার এক ছেলে চেয়েছিল তার
দো-ফসলা জমিটার লেগে
আমনের কৃষিযোগ্য আষাঢ়ের জল
কয়েক পশলা ।
তোমার দয়ার হাতে পরিমিতি বোধ বড় কম!
নাকি , তাচ্ছিল্যে
এক নদী বন্যা ছুঁড়ে দিলে !!
তোমার আরেক বড়লোক চাকুরিয়া ছেলে !
শ্রাবনের কালো মেঘ দেখে
- অফিসে ঝুলিয়ে দিল স্বঘোষিত ছুটির নোটিশ !
সে শুধু মুখ ফুটে চেয়েছিল একবার
খিচূড়ির পিকনিকে শখের রোদ্দুর --
তুমি দেখি ,তার কথা শুনে
অমনি শূণ্যমেঘ পশিম আকাশে
অপরূপ রামধনু এঁকে দিলে !!
তবু দ্যাখো , তোমার ঐ চাকুরিয়া ছেলে
কিছুতেই মন যে ভরে না !!
তার সোনা রোদে ঘাম ঝরে ,
বৃষ্টি ঝরলে বলে ,- ভাদ্রটা পচা !!
দু-পশলা বৃষ্টিতে কলকাতা যদি
ভাসে টেম্সের জলে
অফিস ফেরতা ছেলে
এখন কি ক'রে
বাড়ি ফেরে--
সে নিয়েই তোমার যেন
চিন্তার শেষ আর নাই !!