" রোচে না মোর পচা বাসি
সদ্য ফোটা পুষ্প চাই !
গোবর পাঁকে পদ্ম ফোটে ;
পিছলে পড়ার ভয়টা পাই ।
গোলাপ কিছু মন্দ তো নয়,
ভয়টা যত কন্টকের !
উদ্যানেতে প্রবেশ নিষেধ
বারণটা নির্ঘন্টকের !!
কারণ ছিল , দুপুর রোদে
বৃক্ষ ঘুমায় ! স্পর্শে তাই
দোষের হবে ! পূণ্যি যাবে !
কিন্তু কী যে খিদেয় খাই ?
খিদের সময় বাছ-বিচারে র
পাচ্ছিটা ভাই , কই সময় ?
শর্ষের ফুল চক্ষে ঘোরে ,
ঘনিয়ে আসে দুঃসময় !!
ঘাস ফুলেতে মুখ দেওয়া নেই
ঐখানেতে প্রবেশ নয় !
শচি রাণীর লনের গেটে
পাহারাদারের যষ্ঠি ভয় !!
শিমুল ফুলে গন্ধ মুলোর
ঢেঁকুর ওঠে তাই খেলে !
সে দিক থেকে পলাশ ভালো
এখন তো খাই , যাই মিলে !! "
এই না ভেবে সর্বনাশী
পড়লো ঢুকে উদ্যানে
যা হয় হবে ! খিদের জ্বালা
হচ্ছে যাহার , সে ই জানে !!
ইন্দ্রবাবুর সাধের বাগান
গাছগুলো সব বনবাসী !!
পারিজাতটা মুড়িয়ে খেল
উর্বশীদের সর্বাশী !!