অনেকে বয়স লুকিয়ে রাখে !
না হয় , মানাই গেল তর্কের খাতিরে --
ছেলেদের চাকরিতে সীমাবৃদ্ধি ঘটে !
কথাটা সত্য বটে !!
কিন্তু মেয়েদের ?
--সে কথার উত্থাপন  করাতেই বাধা !!
--তাদের বয়স গোনার তরিকা আলাদা ।
দেখে নিন হযবরল তে
কি বলেন সুকুমার তাতে!


কিন্তু আজকাল তাঁরা আর
পাবেন না পার !
পিছে তার রয়েছে যে সচিত্র আধার !!


ওদিকে যে বেলা বাড়ে
নেই সে খেয়াল --পঞ্চাশ প্রায় ছুঁই ছুঁই !!
কালকের মৌরলার আঁশ
কখনো কি ঢাকে ছাই পাঁশ
যতই ঝাঁকায় রাখো
পালং মারিস মেথি পুঁই !!


মুখের কুঞ্চিত রেখা
ঢাকা যয় সুদৃশ্য মেকাপে ।
কেশদাম আমৃত্যু কৃষ্ণ থেকে যায় ;
" বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি "- ও
ঘসা মাজা করে দেন দাঁতের ডাক্তার !!


পৃথুলা সুস্লিম হয়ে যান
যদি খান প্রতিদিন সুস্বল্প আহার !!
নিন্দুকে বলে শোনা যায় --
মনীষা কৈরালা যাঁর নাকটি টিঁকোলো !
ক্যাট্রিনা অনুষ্কার- ঠোঁট টি নকল !
এখন ওটাই চল !!
তাই ওরকম আমার ও যে চাই !
ত্বক বুক নাক নখ
ইচ্ছে তো সব পাল্টাই !!


এসেছে বাজারে ঐ এক
প্লাস্টিক সার্জারি !
ও হে সেজে-থাকা- বালিকা-জননি !!
ও হে বরনারী !!
তুমি কি জানোনি
ফল্গু নদীটির বটে উপরের বালি ঝরঝরে
জল যে গড়িয়ে যায় নিরন্তর ভিতরে ভিতরে
পড়িতে সাগরে !!