(এক)
নরঘাটে সেতুর উপর
ধরুন জমেছে আড্ডা ,
উড়াচ্ছে ধোঁয়া কয়েকটি নারী-নর !
ব্রিজটার নাম কোনো শহীদের নামে ।
মাতঙ্গিনী সেতু নাম ওর !
মাতঙ্গিনী কে ছিল শুধোন ,
পাবেন না কোনো উত্তর ।
প্রফুল্ল চাকী ?
বিপ্লবী নাকি ?
মান্ধাতার আমলের কথা
কার এত মাথা ব্যথা ?
ওসব জানতে
অনেক ঘাঁটতে
হবে দাদু জ্যাঠাদের
বান্ডিলে বাঁধা যত বই-পত্তর !
(দুই)
ঝেড়ে আরো একটু কাসুন
জিগেস করুন ,
ক্ষুদিরাম বসু নাম জানো ?
ও ইয়া ! ছেলেটার নাকি শুনি হয়েছিল ফাঁসি !
আরতির গান ফান আছে
জন্ম নেবে যেন কোন মাসির
ঘরে ইত্যাদি ইত্যাদি !
বৃথাই যেন না মোরা কাঁদি ।
- বিপ্লবী ছিল সেটা মানো ?
বিনয় বাদল নাম জানো ?
কোত্থেকে হাতে তার পিস্তল এল?
কোন সে দলের ছিল ?
– ব্যাপারটা আসলেতে কি ?
এবার হাসুন উত্তর পেয়ে
হেসে ওরা বলে দেবে
দেশোদ্ধারের গ্যাস খেয়ে !
তাছাড়া – আবার কী !!
এই জ্ঞান ! দেশ তো স্বাধীন !
চান আর কি ?
(তিন)
অথচ ,জানে ঠিক হয়তো বা !!
পরণে দেখুন , বস্ত্র জোটেনা
হাতে জুটে গেছে অস্ত্র !
শুধোন , কে ছিল চে গুয়েভারা
কে ই বা ফিদেল ক্যাস্ত্রো !
কেই বা লেনিন মার্ক্স এঞ্জেল !
কে ই বা মাওসে তুং !
নেতাদের ন্যাজ উঠিয়ে দ্যাখেনা
ষন্ড না গাই
সে টি জানা নাই
ধুতি নাকি শাড়ি
লিঙ্গটা নারী হিজড়া অথবা পুং !
(চার)
মাথাটা তোমার চাটা খেতে পাতা !
নেতার খাতায় নাম লিখে ফ্যালো
জিভ দিয়ে তবে চাটো পা-টা !!
দেরি কোরনাকো , নাম লিখে ফ্যালো
অফিশে এখনো খোলা খাতা !!