পয়সাওলা কাপড়-জামায়
পালিশ করা জুতোয় ।
কায়দা মেরে রক্ত চোষেন
কোনো না কোন ছুতোয় !
প্রাণ কাঁদে তাঁর ! দান ও করেন -
কাউকে বলেন , ' লে ! '
'নিন' ও বলেন মানুষ বুঝে
চেনেন পোশাকে !
কাউকে করেন ' তুই-তোকারি '
কাউকে ' আপনি - আঁজ্ঞ্যে '
কারুর গালে চড় -চাপাটি
(কারুর ) শিকে ছিঁড়ে ভাগ্যে !
কাউকে ডেকে মেজাজ করেন,
" দিচ্ছি যা , তা নে তা !"
কাউকে আবার তোয়াজ করেন ,
" আপনি পিতা মাতা !! "
কেউ রয়েছে " লে " -এর দলে ,
কেউ রয়েছেন " নিন " !!
কাদা আছে ! দেখে যাবেন !
জুতো আমায় দিন !!