আবার হয়েছে অসাড়
আষাঢ়-মেয়ে !
গাল বেয়ে জল দু এক ফোঁটায়
পড়িছে বেয়ে !
ওষুধের কিছু পড়েনি অসর !
ঝড়ের মতন দুর্বার জ্বর
আসিছে ধেয়ে !
বিছানায় শুয়ে মৃতবৎ ঐ
অসাড় মেয়ে !!
গায়ে প্রচণ্ড বেদনা তাহার
মনেতে বিরহ বহিছে কাহার !
বরুণের প্রেমে খাইয়াছে মার
শুয়ে শুয়ে তাই ফোঁপাইছে ঐ
প'ড়ে প'ড়ে বিছানায় !
জ্বরের বেঘোরে ভুল বকিতেছে
গা যে দেখি পুড়ে যায় !!
কপালে হস্ত - মস্ত গরম
বেড়েছে আগের চেয়ে ;
বগলেতে গুঁজে থার্মোমিটার
দেখি জ্বর তার বেড়েছে আবার
আজ পঁইত্রিশ ছুঁয়ে গেছে প্রায় !
মুখপাণে আছে চেয়ে ।
আহা রে ! আষাঢ় মেয়ে !!
হাওয়া বায়ু দি'ছি বন্ধ করিয়া
কবে থেকে চান বন্ধ !
ঘেমে নেয়ে তাই , একশা হয়েছে
গায়েতে গুমোট গন্ধ !
পাখিদের বলি , ভাই টি ! এখনি
বন্ধ কোরোনা পাখা !
গতিক টা ভালো নয় আকাশের
গায়ে দিক্ মেঘ ঢাকা !!
তবু ও ভাইটি! তুমি কি অন্ধ !!
বন্ধ কোরছো পাখা ?


চোখ তো মেয়ের জবা ফুল যেন
জিভ যে শুকায়ে যায়
অবস্থা দেখে এই এ শ্রাবণে
কান্না আমার ই পায় !!
আবার হয়েছে অসাড়
আমার আষাঢ়-মেয়ে !
মুখ গুঁজে শুয়ে পড়ে আছে যেন
বেদনা পেয়ে ...
আষাঢ়ে মেয়ে !!