পরিতোষ একেবারে সব্যসাচী নয় ;
জাস্ট অপোজিট !!
ওস্তাদ রসিদ খাঁ র নাম ই শোনেনি ।
শোনা তো দূরের কথা দেশ মালকোষ !!
দীপ্তিমান কক্ষনো পরিতোষ নয় ।
মানেই জানে না সে , কি যে সিন্ডিকেট !!
পন্ডিতিয়াতে তার পৈত্রিক তিন তলা বাড়ি ;
ভেঙ্গেচুরে গেছে । চূণ বালি খসে ধ্বসে পড়ে ;
মাল-মশলার কথা কত কি লাগবে
সেটা ঐ আব্দুল ই জানে ।
মাল বলতেই ঢোকে নিরেট মাথায়
মুন্না মিত্রের -- বৃদ্ধ ঋষি , কালো রাত
সাদা ঘোড়া মাছ রাঙা অথবা ভালুক !!
সিমেন্ট-বালির খোঁজে ঠা ঠা দুপুরের রোদে
পাবেন না কক্ষনো কথা কাটাকাটি-
মোটর বাইকে বসা রে ব্যান যুবকের সাথে ।
প্রদীপ চ্যাটার্জি জানে ইনভেস্ট কতটা শেয়ারে--
প্রফিট বুকিং বোঝে !
- ঝোপ বুঝে কোপ ! কিংবা মালের খালাস !
পুছুন না গাঙ্গুলিকে , সেনসেক্স কাকে বলে
ডিমেট বা কী ? অথবা রথীন দেব --পার্টিকুলার !
টেনসানে থাকে কখন যে করা যায়
ইনকাম ট্যাক্স সাবমিট !!
সুশোভন সিনেমাটা বোঝে
অথবা নাটক । মার্ক্স -লেনিনের তত্ত্ব
বোঝে শুধু আঁতেল অশোক ঘোষ !!
শক্তি সুনীল বোঝে শান্তি নিকেতনী
ঝোলা কাঁধে- চুল দাঁড়ি উড়ু উড়ু প্রিয়ব্রত বোস !
আসলে ,
কেউ তারা কাউকেই সঠিক বোঝেনা ।
তবু আড্ডা মারে । সর্ব বিধ সাধারণ জ্ঞানে
পারঙ্গম কম বেশী !
সব বোঝে মারাদোনা মেসি ,
টিএমসি -সিপিএম অথবা বিজেপি ,
বর্তমান অর্থনীতি, , জিএস্ টি , না-বালিকা রেপ
সারদা নারদা কিংবা বিমূদ্রাকরণ
--সব আছে সিলেবাসে--!!
-- ঢেউ তোলে মাটির ভাঁড়েতে --
আর ,মনে মনে হাসে !
মুখেন মারিতং জগৎ জগদ্ধিতায়
যত সব রিটায়ার বুড়োদের অক্ষম প্রয়াস !
রোল কল করে দেখবেন
মিস নাই কোনো সভ্যের- সবাই প্রেজেন্ট !!
রামগড় বাজারের মোড়ে --গাঙ্গুলিবাগানে !
নড়বড়ে ভাঙা বেঞ্চি্র সাংসদীয় সান্ধ্য মজলিসে
উপস্থিত  সেন্ট পারসেন্ট !!