সাধন বাবুর সাধ জেগেছে হিন্দি ফিলিম দেখার !
চলছে তখন এম্পায়ারে শোলে হপ্তা চার !
গল্প নাকি ভীষণ জবর ডাকাত সে গব্বর --
পুলিশ ফুলিশ তোয়াক্কা নেই, নেইকো প্রাণের ডর !
দাপিয়ে বেড়ায় এখন যেমন পাড়ায় নেতা-দাদা
তোলা তোলে হাট -বাজারে কথাটি তার সাদা --
দিতে যদি পারো ভালো না হ'লে গর্দান
ঝি-বৌদের লাজ র'বেনা , বাঁচবে না সম্মান !
একদিন সে ঢিটটি হোলো বেরিয়ে গেল জিভ !
জেল পালানো অমিত , ধরম হাত কাটা সঞ্জীব
আচ্ছা করে ধোলাই দিল! বুঝলো তখন টের !
ঢের হ'য়েছে ! কান মলেছি ! করবোনাকো ফের !!
ফিলিম দেখে সাধন বাবুর বেশ লাগলো শেষে !
ভাবেন তিনি , এমন কেন , হয়না এখন দেশে !!!