অদ্য যিনি গদ্য লেখেন কল্য লেখেন পদ্য
সব লোকে কয় , সব লেখাতেই হস্ত অনবদ্য ।
পত্রিকাতে পুজোর লেখার বরাত পেলেন সদ্য ।
চলেন তিনি চিলে কোঠায় কন্ঠে ঢেলে মদ্য ।
লিখতে গেলেন নির্বিবাদে তাই চড়েছেন ছাদে।
লেখালেখি সহজ যে নয় বোঝেন একটু বাদে ।
ঘন্টা আঢ়াই কপালে হাত , কাটিয়ে দিলেন ঠায় !!
ভাবতে থাকেন ক্যামনে ওরা শব্দ খুঁজে পায় !
কর্ষণেতে স্বর্ণ ফলে বলরামের হলে ;
কলমটি তাঁর সাদা পাতায় নিজের ছাঁদেই চলে !
দেখি , দেখি, হিজি বিজি কী লিখেছেন ! এ কী !!
স্বর্গে গিয়ে ধান্য ভানেন নারদ মুনির ঢেঁকি !!
খাতার পাতার একটু ও ঠাঁই রাখেননিকো বাকি!
সর্বখানেই কেবল লেখা সুরা এবং সাকী !!!