কারা যেন কোন কবিকে জেলে পোরার তাল কষেছে !!
সে নাকি আজ ভোজের সময় গরম ভাতে ডাল ঢেলেছে !
সে নাকি খায় পদ্মপাতায় , উলটো সোজার নাই বাতিক
ছিলো না তার মাথার ব্যথা ,বদনা ঘটির কোনটা ঠিক ।
দোষ দেখেনা গোঁফ কামালে রাখলে দাড়ি থুতনিতে !
নাকের নীচে গোঁফ দেখলেই ধরছে কারা শোধ নিতে ।
কচ্ছ তো ভাই মুক্ত সবার , পীর হোন বা সন্ন্যাসী !
পরিধানের বসন টিও বেছে দিবেন উন্নাসিক ?
বলছে পুলিশ , দেখছি ব্যাটার কাব্যি লেখার ক্যামন তেল !
ডান্ডা খেলে ঠান্ডা মাথায় ক্যামনে খোঁজে ছন্দে মেল !!
এফ আই আর–এ কাজ না হলে , দেখিস যেন না পায় বেল !!
এ তো ভারি মজার কথা !! “ কবির কলম খাটবে জেল “ ?
আজকে আমার কলম কেন ঝরছেনাকো উত্তরে ।
“গাইয়ে গলায় ঢুকলো কি ব্যাং ?” বলুক না ক্যান্ শত্তুরে ।
আজকে তবু নীরব রবো , চাঁদের দিকেই আমার চোখ !
এফ আর আই এর আরশোলাকে ডর করে সব ভদ্রলোক !!