বাড়লে বেলা রসের হাঁড়ি গেঁজিয়ে হয় তাড়ি !
উঠতে দাড়ি বাচ্চা পেকে বদমাইসের ধাড়ি !!
কী যে বলো , হয় নি ষোলো ঠিক আসেনি সেপ !
গজায় নি গোঁফ , বাছা আমার করতে পারে রেপ ?
একটা না হয় খুন করেছে ,করবি কী তার কলা !
বয়স যখন ষোলোর নিচে ল’তেই আছে বলা –
বেশি হ’লে ফাঁসি তো নয় ,বছর চারেক জেল
উকিল বাবু অনায়াসেই পাইয়ে দেবেন বেল ।
তার তরে তো শোধন-আগার সব দোষ তার মাফ
বাচ্ছা আহা ! খুন ডাকাতি কিছুতে নাই পাপ !!
সাধ হয়েছে রেপ করেছে রাগের বশে খুন !
কতই বা সে বুদ্ধি ধরে ? দেখলে না তার গুণ ?
ক’টা বছর মামার বাড়ি , ফুর্তি ফার্তা করুক !
বাড়ি ফিরে তখন না হয় মন্ত্রী–নেতা ধরুক !!