লিখেছিলেন ' বুদ্ধচরিত ' কবি অশ্বঘোষ ।
আছেন এ বাংলায় অশ্বিনীকুমার
বিশ্বকোষে লেখা নাম অশ্বতর ঘোষ ,
তাঁর নাকি মহা আফশোস !
একদিন ভাবলেন তিনি
'' বুদ্ধু চরিত ' নিয়ে লেখা যেতে পারে ,
সেটা তো ভাবিনি !!
আহা ! বড় খায় পাবলিকে !
নাগাল ডালেতে বেল
হাতেতে নোবেল
কপাল সঠিক যদি লিখে " !!
খোঁজ নিয়ে তিনি জেনেছেন ,
"মন্ত্রী ফন্ত্রী ধরে কিছুই না ক'রে যত্ন
রত্ন বাগিয়ে নেন , কে যেন কে সেন !!
কী যে বলেন তিনি নিজে কী জানেন ? "
লিপ দ্যান দিলীপ কুমার ,
আসলে গাইছে গান রফি !!
দেখছেন ইতিউতি
কার হাত থেকে আজ নেওয়া যায় ট্রফি !!
কেবল অশ্ব তো নন তিনি অশ্বতর
'বুদ্ধু চরিত ' লিখে হাতালেন 'পদ্ম" অতঃপর !!