বুকের ভিতর শোক ছিল,
তাইতো চোখে জল এল ।
জল আছে , তাই জান আছে ;
জল ছাড়া কি প্রাণ বাঁচে ?
বুকের ভিতর 'প্রেম' এল ,
সবাই তাতে ঠাঁই পেল ।
'প্রেম' জমে যেই 'কাম' হয়েছে
অমনি ঘরে দোর দিল ।
বুকের ভিতর 'মন' ছিল
হরিণ-চরা বন ছিল;
একদিন সেই বনের ভিতর
'রাগ' নামে এক বাঘ এল ।
'রাগ' বললো, 'মন' খাবো
বাঘ বললো , হরিণ চাই !!
আনতে বাগে এমন রিপু
অস্ত্রে নিপুণ মিস্ত্রি নাই ।