লোকটা একটু অন্যরকম
এ কথাটা বলতে পারি ।
মন দিনে তার শেয়ারেতে
রাতে করেন শের-শায়েরি !
ব্যাংকিং তার ছিল পেশা ,
নেশা ছিল বার্ড ওয়াচিং,
রেষারেষি নেইকো কারু সাথে ।
প্রমোশনে নেই কোনো লোভ ,
কিছুতেই নাই তার কোনো ক্ষোভ ,
পয়সা এলো নাইবাএলো হাতে ।
পলিটিকস টা বুঝলো না সে
দেখলোনাকো সে সিনেমা ।
গানে খোঁজে আশাবরির
কোমল ঋষভ লাগলো কিনা !
ধ্যান দিয়ে সে গানটি শোনে
আরোহে সা- রে মা পা -ধা
অবরোহে খুঁজতে থাকে
সা নি ধা -পা - মা গা - রে সা !!
জানলো না সে কে দেবগন
কে সলমন , কে বচ্চন
কেই বা রাহুল , কেইবা অমিত শা' !
যেখানেতেই জ্ঞানী গুণী
দেব দ্বিজ বা ঋষি মুণি
মাড়ায় না সে সেইখানে তার পা !!
লোকটা বটে ভারি অদ্ভুত
হৃদয়েতে করলো জারি
এক শো চুয়াল্লিশের ভীষণ ধারা ।
দিচ্ছে টহল সেখানেতে
সারমেয়েরা সারা রাতে
চালায় গুলি পুলিশ খালি
নিষেধটাকে মানছে নাকো যারা ।
লোকটা যেন কেমন ধারা !!
কিন্তু ভীষণ আলাপচারী
লোকটাতে যে খতরাটা নেই ,
জোর দিয়ে তাই বলতে পারি ।।