ভীম পালোয়ান চেহারাটা ,
মেজাজটা ও বদরাগী !
বাঘ ও পালায় নাকের ডাকে,
সাধে কি রাত জাগি ?
চক্ষু দুটি ক্ষুদ্র অতি
নাকের নীচে গোঁফ জোড়া !!
পীরিত রীতে বাধ সাধিতে
নষ্ট যত ওর গোড়া ।
সখ করে যেই আদর করে
ভীষণ লাগে সুড়সুড়ি !
সোহাগ স্বামির ভীষণ দামি,
লজ্জা কিসের মুখপুড়ি ?
ভোজন শেষে ঘুমের দেশে
যাওয়ার আগে যাচ্ছেতাই
শয্যাতে লাজলজ্জা ছেড়ে
পাত্র দু-এক চাই ই চাই !!
ইসারা ভ্রূ-পল্লবেতে
আর কি কভু যায় থাকা ।
বুকের ভিতর জ্বলছে আগুন !
শাক দিয়ে যায় মাছ ঢাকা ?
স্বামি তো নয় আসামী সে
তবু জোয়ান মরদ মোর ।
ঘর বেঁধেছি , মন দিয়েছি
কাইট্যে দিবো জীবন ভোর ।।