বসন্তের দেরি আছে আরো ,
কোকিল ডাকেনি,
পলাশ ফোটেনি
কার যেন বসবার ঘরে
পুরোনো দিনের গ্রামোফোনে;
কলাম্বিয়া ভিনিল রেকর্ডের
সূক্ষ্ম মাইক্রোগ্রুভে
আটকে গেছেন ভীমসেন
অনুরাগে ভীমপলাশের ।
বিলম্বিত তিন তালে বেজে চলেছেন
“  ভইলা অব তো বড়ী দের “!!
বেজেই চলেন বহুশ্রুত দ্রুতে
তানে ও গমকে
“ ব্রিজমেঁ  মচায় কানহা ধুম“!!
আহা !!
শুনে যাহা
ছুটে যায় আঁখিপাতে গোপিনীর ও ঘুম !
তাই বুঝি
এই তালে কিষনজী
কদমের উঁচু ডালে
বেঁধে দিল রাধার কাঁচুলি !
গাইলেন কবি ব্রজবুলি !
ব্রিজবাসী হেরিলেন পরভুর লীলা !!
হেরিয়া নগ্নিকা রাধা ধন্য হইলা ,
ধন্য হইলা ভক্তজন
ধন্য হইলা ব্রজ ধুলি!!