হাসছে ফুল শতাব্দী হাওয়া
বর্ষা ত্রিরাজ ভাঙ্গে কুয়াশা
লাল রশ্নি শতাব্দী টুসিটি
রাজধানী আসে ঘড়িতে বাঁশি
ভেঙে চুরমার সব অহংকার
গড়ে সেই পাগল আজ
মোঘল সম্রাট কৃষ্ণ নটরাজ
ছুটায় ১২ যুগ ১২ সূর্য ঘোড়া
আকাশ কালের ভাঙ্গে পথ
খসে সব জোনাকি তারা
আয়নায় পড়ে পূর্ণ মানব
অমাবর্স্যা আজ অজন্তা সাহারা
জেগে উঠছে কৃষ্ণ রাধা
পিছাবনী আজ বৃন্দাবন
নব রজনী শতাব্দী রাজা
আজকেও সূর্য হাঁসে বসে আশা
গড়ে শতাব্দী রাজধানী আকাশ
তাঁরা কোটি বড় প্রকাশ
শতাব্দী রাজধানী আলো বাঁশি
ছিটকে চলে কালের হাসি
শতাব্দী প্রশ্ন তাঁরা কোটি
রাজধানী উল্টো পথে গতি
প্রশ্ন উল্টে দু দিকে এক ঘড়ি
এক LOVE চিহ্ন আকাশে তাঁরা খাঁটি
স্বপ্ন ভেঙে উঠে দেখি
কদম গাছে টুনটুনি কোকিল
শতাব্দী রাধা বীণা বাঁশি শ্যাম রাজধানী
এ মারে RED লাইট সে মারে White
দুজনের গতিবেগে টক্কর দিতে নেই
সেই পাগল কৃষ্ণ রাজ
আজও ফুল শতাব্দী আকাশবাণী সম্রাট
যুগে যুগে রাধাশ্যাম
শতাব্দী রাজধানী ধাম
তিন কাটাঁ এক ঘড়ি
সব প্রশ্ন তাঁরা উত্তর এক নাম
এক LOVE চিহ্নে সে যে এক রাধশ্যাম
ধরনীর কোলে বিরাজমান
বর্তমান শতাব্দী পিছাবনী প্রমান!