আমার মুক্তি;তারায় তারায় সব আকাশ!
    ,,    ,,  ;সকল মনের এক বিশ্বাস!
আমার মুক্তি;সকালবেলায় শঙ্খ বাতাস!
    ,,    ,,  ;সকল মনের বড় প্রকাশ!
আমার মুক্তি;সব প্রকৃতির ভালোবাসায়!
    ,,    ,,  ;তোমার মুখে মিষ্টি হাসায়!
আমার মুক্তি;সবুজ গাছের সকল ফুলে!
    ,,    ,,  ;জীবনের সব ঠিক ও ভুলে!
আমার মুক্তি;কালোর মাঝে সকল আলো!
    ,,    ,,  ;তোমার মনের ঐ যে ভালো!
আমার মুক্তি;ফুল তারা আলো গগন রবি!
    ,,    ,,   ;দুই বাংলার এক মিলন কবি!
আমার মুক্তি;অম্যাবর্সা ও পূর্ণিমা রাত!
    ,,    ,,   ;ফুলপ্রদ্বীপ ও জ্যোৎস্নাচাঁদ!
আমার মুক্তি;রজনী,গোধুলী,সন্ধ্যা,রাত!
    ,,    ,,   ;তোমার কাছে যা শুভ সংবাদ!
আমার মুক্তি;দেবালয়ে ধূপধুনা ফুল প্রদ্বীপ!
    ,,    ,,  ;সকলধর্মের ব্রহ্মা,বিষ্ণু,শিব!
আমার মুক্তি;সপ্ত সাগর আয়না জলের ঢেউ!
    ,,    ,,  ;যুগে যুগে তোমার প্রকাশ কেউ!
আমার মুক্তি;সকল মনের মিষ্টি স্বপ্নের ভাষা!
    ,,    ,,  ;তোমার আমার বিশ্বাস ভালোবাসা!
আমার মুক্তি;তোমার মনের বড় বড় কল্পনা!
    ,,    ,,  ;কল্পনা সব বাস্তব রূপ আগামী প্রেরণা!
আমার মুক্তি;ফুল শতাব্দী এক কৃষ্ণ গীতা!
    ,,    ,,  ;তোমার অন্তরে মিষ্টি কবিতা!
আমার মুক্তি;ব্যর্থ লোকের গড়া সাফল্যের জিদ!
   ,,    ,,   ;পরাজয় থেকে উঠে দাঁড়ানোর গীত!
আমার মুক্তি;কুয়াশা ভাঙ্গা রঙিন আয়না আলো!
   ,,    ,,   ;কঠিন পথে কল্পনা মেলা ভালো!
আমার মুক্তি;সব বাধা বিপদ ছিটকে চলা গতি!
   ,,    ,,   ;রিমোট আলোর কথা বলা শক্তি!
আমার মুক্তি;ব্যর্থ গগনে মন্ত্র পিছাবনী!
   ,,    ,,   ;যুগে যুগে নব আকাশবাণী!
আমার মুক্তি;সব যুদ্ধের প্রেম শান্তি ধ্বনি!
   ,,    ,,   ;ভাগবত গীতার ঐ প্রতিধবনি!
আমার মুক্তি;দুঃখ লোকের স্বর্গ আলো সুখ!
   ,,    ,,   ;সব শিশুদের মিষ্টি হাঁসি মুখ!
আমার মুক্তি;সব দেবদেবী এক মিলন মনের কোকিল!
   ,,    ,,   ;সব জীব নামের এক রাধাশ্যাম মিল!
আমার মুক্তি;তোমার মুখে মিষ্টি খাওয়া স্বাদ!
   ,,    ,,   ;তোমার এসেছে শুভ সংবাদ!
                -------
কবিতাটি পুনরায় সংশোধিত।প্রিয় কবি 'কবীর হুমায়ূন' মহাশয়ের প্রেরণায় নতুনভাবে সংশোধন করলাম।ধন্যবাদ সকল পাঠকপাঠিকাদের এবং Bangla-kobita.comএর কতৃপক্ষকে।