রাজনীতি করিতে চেতনা
দফায় দফায় করে যে জাগরণ
সুশীল সমাজও আদর্শ করে তাদের মতন।
ধর্মগুরু দেয় উপদেশ করে নানান আলাপন।
ব্যাবসায়ীরা গুণে টাকা পাহাড় তবু দু:শ্চিতায় যায় যে দিন!
এই বুঝি জুটবেনা আর দুমুঠো করিতে ভোজন।
কর্মচারী করছে অনশন না পেয়ে শ্রমের মূল্য;
সেলিব্রেটি সকল ব্যাস্ত কেকি ব্রান্ডের যান কিনল?
চেতনা চেঁচিয়ে আপন কর্মে -
যার মত যে করছে ফরমায়েশ তৈয়ারি ,
আমরা কবিরা নীরবই থাকি তবু চেতনার আসে শত তরী।
গলা ফাটানো কবিদের হয়না কভু দরকার।
এত সেসকল গুণীজনের, ক্ষমতা যাদের দরকার।
বিবেকের সাথে শত বোঝাপড়া কবিদের নিত্য লেনাদেনা।
করিয়া পরাজয় সকল অশুভ শক্তি-
দিকদর্শনই তাঁদের আসল চেতনা।