কি দিয়েছে সভ্যতা মোদের?
কতটুকু বাঁচার পুরস্কার।
এর চেয়ে বরং আমি বলব,
হয়েছে অনাচার আবিস্কার।
বন্ধু -প্রীতম, জনে জনে নাকি-
গোটা বিশ্ব হয়েছে একত্র।
আমি কি তব মিথ্যে বলছি,
ওরা খুঁজে ধ্বংস নামক সংখ্যাগরিষ্ঠ।
কারো ভালো কেউ চায় না মোটেও-
দমিয়ে রাখার ব্যবস্থা।
বিঙ্গান তাদের করেছে আশীর্বাদ
দেখছিতো কি অবস্থা।
শত্রুকে খোঁজতে তল্লাশি চলে,
আজকাল ঘড়ে -ঘড়ে।
তরতাজা কত মানব শিশু!
মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘড়ে বসেই গোটা বিশ্বের খবর,
কতটুকু হয়েছি লাভবান?
কোন খানে কত পালোয়ান গেল,
কত আঁধার হল জ্বালান,
হয়ত তোমরা বলতেই পারো;
আমি তব অঙ্গাত।
তবু আজ কলম জানিয়েই দিল!
এসকল শান্তির নামে যত অবস্বাদ।