প্রভাত হতে সূর্যাস্ত পর্যন্ত-
কত স্বপ্ন নিয়ে হয় ফেরি,
অপূর্ণ আশা গুলো নিকশ রাত্রে,
করুণ সুরে বেদনায় কাঁদে।
রঙ্গিন যাহার সব আলামত,
কত অমৃত স্বাদ নিত্য আমোদ প্রমোদ!
আজ শুধু রয়েছে প্রস্তানের অনুরোধ।
কমল হৃদয় কাঁটার যন্ত্রণা,
রক্তে কিংবা প্রেমে নতুবা মানবের প্রভাবে।
কেঁদেই চলে অবিরাম ভাবে-
এইত জীবন পূর্ণে, অপূর্ণে,
বা কোন কষ্টার্জিত সুখের প্রয়াসে।