এ সমাজ আমি চাইনা ভুলেও
যে সমাজ বোঝে অর্থ,
সে মানুষ আমি ঘৃণা করি-
যারা খোঁজে নিজের স্বার্থ।
সংস্কৃতি বলতে হাজারো বিচ্ছেদ,
কেঁদে কেঁদে মরে যায় মন।
মাঝে মাঝে তাই হিংস্র হয়ে,
ভাবি ভেঙ্গে দেই  এই সকল।
বাহ্যিক দিকে সাধু পুরুষ-নারী,
আসলে ভিতরে যাদের পুরোটাই নকল।
কি তন্ত্রে করিব বিশ্বাস-
কি সে দেবে মোদের নিরাপত্তা,
চারদিকে শত বেঈমান-
লোভী হয়ে যারা হারিয়েছে মানুষত্বা।
যৌতুকের দায়ে বলি হচ্ছে নারী,
এইত মোদের আজিকের শিক্ষা।
কন্যা সুখের নিমিত্তে পিতা;
অনায়াসে করে তব ভিক্ষা।
মনের ইচ্ছে যখন তখন
জড়িয়ে পড়ি অমানবিক প্রমাজালে;
মমতাময়ী জননী আমার
মরিয়া হয়ে ওঠে সন্তান প্রাণ হননে!
কিসের সুখে  মত্ত হয়ে
মানব জাতি করছ এই আয়োজন?
এমন পথে যত খোঁজেই চলো
পাবেনা শান্তি অথবা প্রিয়জন।