হয়ত অগণিত আমবস্যা তিথি
অশুভ লগনে ছিল যত প্রেম প্রীতি,
ছিলনা সংগমের রীতি
না ছিল কোন দেবতার সারথী।
তবু সর্ব নিষেধ করে উপেক্ষা-
করেছে রাত্রীভর সং।
আষ্টে পৃষ্টে নীতি নৃত্যে,
রাজসনে বা নিবেদিত ভৃত্যে-
সে বাসনায় ছিল মত্তে।
না রেখে গোপন করেছে সর্বক্ষণ
খুটিয়ে খুটিয়ে হয়েছে স্মরণ।
রাজার দেউড়ি প্রজার গেরেস্থলি,
স্বর্গের দূত কিংবা বাগানের মালি-
সকলকে করে রেখে সাক্ষী।
ভূমিষ্ট করল তারে করে বস্ত্রহীন।
নাচিল প্রতাত্না নাচিল ইনসান-
তাতে আসিল পরীরা,অশুর হতে জ্বীন।
এই আয়োজন! কি করে শুধিবে ঋণ?
কেমনে দিবে তার দক্ষিণা।
এ কবির শত জনমের শ্রম,
তার রক্ত পুঞ্জে গড়া।
শুনহে বন্ধু কর আজিকে
কবিদের সৃষ্টি পরখ।
নতুবা তোমার অজান্তেই যাবে
করে অনাচার,ঠিকানা নরক।
তাই খেয়ে দর্শন না করে আকর্যণ।
তারা বলে অতি সরল;
কবিদের এ বড়ই লীলা
তাদের তৃপ্তির এ সঙ্গম।