কবি,কিসের তরে জীবনভর
কলম দিয়ে চাষে।
প্রতিপত্তি, বিলাসিতা
নাকি এসব লাভের তরে?
প্রশ্ন যদি করি তারে,
কি আশাতে এই শ্রম?
মানব প্রেমেই বলে সে যে
করিবে যুক্তি খন্ডন।
আশায় যদি মানুষ বাচে
কবির মনে কি?
সহজভাবে জানাবে সে
আমিও আশার পিছে ছুটি।
আমায় তব মানব জাতি
করলেও শত ঘূণা
কবিতা মোর আপন হলে
আর কিছু চাইনা।
প্রেমকে দিবে বিলিয়ে যখন
মানুষ মানুষকে-
আমি তখন হেসেই যাব
সবার অজান্তে।
আমার যত বলা কথা
কেউ শোনে করে মান্য
সবার চেয়ে সুখি হব
জীবন তবেই হবে ধন্য।