রঙ্গিন এই পৃথিবীতে
কত ধরণের আয়োজন।
কার কত ভঙ্গিমা
খোজে চলে প্রিয়জন।
সকরুণ সুরে কাতর হয়ে,
কেউ কেউ শির করে নত।
অনেকে আবার প্রমাণ দিচ্ছে,
বীরের মত অবিরত।
সমাজ ব্যবস্থার শাসনে
শত প্রেমিক দল আজো ভীরু,
কেদে কেদে জীবন মাঝে;
সবুজ শ্যামল উজার করে-
করেছে বিস্তৃর্ণ এক মরু।
ব্যাথার মাত্রা উপেক্ষা করে
না পাওয়ার মাঝে,
খুজে নিয়েছে পরম সুখ।
অনেকেই আবার উল্টো পথে-
হিংস্র হয়ে প্রেমে বিমুখ।
অকারণে করেছে হৃদয় খুন,
তাই প্রতিশোধে কেউ ব্যস্ত।
নেশাকে বড় আপন করে
জীবন তাতে করেছে ন্যস্ত।
এমনি কত মূল্যবান হৃদয়
কষ্ট করে অবিরত বহন,
তবে কি এই ধরত্রীর বুকে
প্রতিনিয়ত হবে দহন!