পৃথিবীর যত সুখ তামাম
সকলের নিমিত্তে।
আর যত কষ্টের সুতিগাথা,
তা শুধু নি :সন্দেহে;
আমি পেয়েছি উত্তরাধিকারী সুত্রে।
চাওয়ার সাথে পাওয়ার সং যোগ,
কোনদিন কোনভাবেই মিলে নাই।
শৈশবে পাব বলে কেটেছি,
কৈশরে ভিক্ষে করেছি প্রেমকে।
কিছুতেই পাইনি তিলসম সম্বল,
যা পেয়েছি তা কেবল কালো রংগের অনল।
আমার আবেদন নেই কোন
এই পৃথিবীর মানুষের প্রতি,
যত আনন্দ আর বিলাসীতা
ওদের বিলিয়ে দাও।
শত যন্ত্রণা বিধি
দিও আমায় নিরবধি।।